কানপুর টেস্টের আগে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেখানেই নিজের নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। দেশে এসে খেলে যেন আবার দেশের বাইরে যেতে পারেন সেটার নিশ্চয়তা চেয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোববার (১৩ অক্টোবর) বিসিবিতে সংবাদ সম্মেলনে সাকিব ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা না। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’
আইন মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’
সাকিবের দেশে ফেরার খবরে প্রতিবাদ হচ্ছে মিরপুরে। স্টেডিয়ামের দেয়ালে করা হয়েছে গ্রাফিতি। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা সোশাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার আহ্বান থাকবে কারও নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি।’
ছাত্র-জনতার চলাকালে নীরব থাকায় সম্প্রতি দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন সাকিব। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আগের ফ্যাসিবাদি সরকারের সঙ্গে তার (সাকিব) সম্পর্ক ছিল, যা নিয়ে উনি ক্লিয়ারেন্স দিয়েছে, সেটা দেখেছি। তবুও কিছু ইমোশন রয়ে গেছে। তার ব্যাখ্যা নিয়ে লজিক্যাল-ইলজিক্যাল বিষয় আছে, সেদিকে যাব না। তবে কোনো আইনি সমস্যা নেই, এখন পর্যন্ত এটাই দেখা যাচ্ছে। আইন তার মতো চলে, এ নিয়ে মন্ত্রণালয় থেকে মন্তব্য এসেছে ইতোপূর্বে।
Leave a Reply