1. accessinfotechlimited@gmail.com : admin :
December 5, 2024, 7:55 pm

‘বাংলাদেশ, আমি আসছি’

  • Update Time : Friday, October 18, 2024
  • 31 Time View

‘আদাত’, ‘তু জানে না’, ‘ও লামহে ও বাতে’, ‘পেহলি দফা’র মতো একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে ভারত-পাকিস্তান-বাংলাদেশসহ বিশ্বে অগনিত ভক্ত-হৃদয়ে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আতিফ আসলাম। এ শিল্পী আগামী মাসেই ঢাকায় আসতে যাচ্ছেন। এর আগেও ঢাকায় এসে দর্শক মাতিয়ে গেছেন এ তারকা।

‘আদাত’, ‘তু জানে না’, ‘ও লামহে ও বাতে’, ‘পেহলি দফা’র মতো একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে ভারত-পাকিস্তান-বাংলাদেশসহ বিশ্বে অগনিত ভক্ত-হৃদয়ে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আতিফ আসলাম। এ শিল্পী আগামী মাসেই ঢাকায় আসতে যাচ্ছেন। এর আগেও ঢাকায় এসে দর্শক মাতিয়ে গেছেন এ তারকা।

জনপ্রিয় এ তারকা আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে সংগীত পরিবেশনা করবেন। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে শিল্পীর ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট আয়োজনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবার ঢাকা সফরের এই আয়োজন নিয়ে কথা বললেন আতিফ আসলাম।

বুধবার (১৬ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে অসংখ্য জনপ্রিয় গানের এ শিল্পী লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ এরপরই অনুষ্ঠানস্থল এবং সময় উল্লেখ করেন বলিউডের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এ শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Unique Pratidin. All rights reserved. Developed by Access InfoTech Ltd.
Theme Customized By BreakingNews