1. accessinfotechlimited@gmail.com : admin :
January 15, 2025, 10:29 pm

প্রমাণিত হল, সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা: কাদের

  • Update Time : Tuesday, August 1, 2023
  • 133 Time View

বিএনপির অবস্থান কর্মসূচি থেকে সংঘাতের চিত্র দেখিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ টানলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “যে সকল বিদেশি বন্ধুরা আমাদের পরামর্শ দেন, তাদের বলছি, সুষ্ঠু নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ, কিন্তু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা আজকে সেই বিএনপি।

“বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রথম বাধা বিএনপি, এটা আজকে প্রমাণ হল।”

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে বিদেশি তৎপরতার বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আলোচিত রাজনৈতিক অঙ্গনে।

গত দুটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা ওয়াশিংটন সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে; যেখানে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তরায় হবে যারা, তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না।

নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতন আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তার পাল্টায় আওয়ামী লীগও সেসব স্থানে অবস্থানের ঘোষণা দেয়।

পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিকে স্থানগুলোতে দাঁড়াতেই দেয়নি। ধোলাইখাল ও মাতুয়াইলে তাদের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ বাঁধে। এসময় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থাকা ওবায়দুল কাদের বিকালে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসেন। সেখানেই তিনি বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেন।

কাদের বলেন, “বিএনপি বলে তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ঢাকা শহরে ঢোকার পথ, সেই রাস্তা বন্ধ করে দেবে, এটা কি তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি? লন্ডন থেকে নির্দেশ দিয়ে রাস্তা বন্ধ করে দেবে, এটা কোন রাজনীতি?

“আমরা যা আশঙ্কা করেছিলাম, সেটাই এখন সত্যি হল, আমরা বার বার বলেছি, তাদের আন্দোলনের এক দফা হল অগ্নিসন্ত্রাস। তারা এটাই চেয়েছিল, এটাই শুরু করত গতকাল। আমাদের গতকাল শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি।”

শুক্রবার ঢাকায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি। তার পাল্টায় বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করেছিল আওয়ামী লীগ সহযোগী তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বিএনপির সমাবেশ থেকে শনিবারের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।



<div class="paragraphs"><p>মাতুয়াইলে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। </p></div>

মাতুয়াইলে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

কাদের বলেন, “দেখুন, তারা সমাবেশ থেকে ঢাকা সিটির প্রবেশ পথ বন্ধ করার ঘোষণা করেছে। এর আগে তাদের নেতা-কর্মীদের অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকা আসতে বলেছেন এবং সঙ্গে চাদর নিয়েও আসতে বলেছেন। গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা এ অবস্থান থেকে সরবে না, এটাই তাদের কথা।”

দণ্ডিত তারেক রহমানের ভিডিও বক্তব্য প্রচারে আদালত অবমাননা হয়েছে দাবি করে তিনি বলেন, “প্রতিনিয়ত আদালতের নির্দেশ লঙ্ঘন করে যাচ্ছে। আদালতের আদেশ ছিল, কোনোভাবে কোনোক্রমেই কোনো ভাষণ, কোনো স্টেটমেন্ট প্রচার করা যাবে না। এরপরেও কেন বারে বারে এটা করা হচ্ছে? সুপ্রিম কোর্টকে, হাই কোর্টকে লক্ষ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে এই তারেক।

“আদালত বলেছে, দিতে পারবে না, প্রতিনিয় গালাগাল করছে, বলতে বলতে এমনও বলেছে, একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে। লাশ ছাড়া সে কথা বলে না। আন্দোলন কর, টাকার অভাব হবে না, কী ব্যবসা করে লন্ডনে? এত টাকা আসে কোথা থেকে? তার বাবা বলেছে, মানি ইজ নো প্রবলেম, সে বলছে, টাকার সমস্যা নেই।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকে মাতুয়াইলের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে চারটি বাসে আগুন দিয়েছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে, সদরঘাটে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে, এছাড়া তুরাগ পরিবহনের একটি বাস। রাজধানীতে মোট সাতটি বাস ভাংচুর অগ্নি সংযোগ করে। বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।

“তারা ককটেল ও হাতবোমা নিক্ষেপ করেছে। রাজধানীর ধোলাইখালে অবস্থান কর্মসূচি চলাকালে একজন এসআইকে বেধড়ক পেটাতে দেখা যায়। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আহত হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের মহিবুর রহমান নয়নের উপর বিএনপি-জামাত ক্যাডার বাহিনী হামলা করে এবং তার হাতের কজ্বি কেটে নেয়, সে এখন হাসপাতালে ভর্তি আছে।”

বিএনপির ‘অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “২০১৩/১৪ সালের নির্মম নৃশংশতার পুনরাবৃত্তি শুরু হয়েছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কর্মী বাহিনী চুপ করে বসে থাকতে পারে না।”

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে কাদের বলেন, “এই সিটিতে এক কিলোমিটারের মধ্যে কয়েকটা সভা-সমাবেশ হয়েছে, কোনো সমস্যা হয়নি। তার কারণ আমরা সংঘাত চাই না। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা পবিত্র দায়িত্ব পালনে সতর্ক অবস্থানে ছিলাম আছি, আগামী নির্বাচন পর্যন্ত থাকব। অগ্নি সন্ত্রাস আমরা রুখব, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়ব, এটা আজকে আমাদের শপথ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Unique Pratidin. All rights reserved. Developed by Access InfoTech Ltd.
Theme Customized By BreakingNews