প্রশাসনে রদবদলের অংশ হিসাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
ড. এ কে এম মতিউর রহমান পিরোজপুর জেলায় ১৯৬৮ সালে জন্ম গ্রহন করেন। তিনি পিরোজপুর জেলার তুষখালী হাই স্কুল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা থেকে যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৪ সালে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৯৩ সালে বুয়েট থেকে ধাতব কৌশলে ডিসটিংশনসহ এমএমসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন।
১৯৯৩ সনে তিনি উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি যুক্তরাষ্ট্রের দি ওহিও স্টেট ইউনিভার্সিটি হতে ১৯৯৫ সালে Materials Science এ MS degree লাভ করেন। তিনি The Ohio State University তে Research Associate হিসেবে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩ তম ব্যাচের ট্যাকসেশন ক্যাডারের একজন সদস্য। তিনি কর প্রশাসনের মাঠ পর্যায়ে সহকারি কর কমিশনার, উপকর কমিশনার, যুগ্মকর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব ও প্রথম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের London Institute of Technology হতে Public Finance এ পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ড. রহমান ২০০৭ হতে ২০১১ পর্যন্ত American International University Bangladesh (AIUB) তে লিয়েনে শিক্ষকতা করেন। তিনি AIUB তে Operations Management বিভাগের সহকারি অধ্যাপক, সহযোগি অধ্যাপক, অধ্যাপক, বিভাগীর প্রধান, বিবিএ ও এমবিএ’র পরিচালক এবং Associate Dean হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি International Finance Corporation (IFC) এর Researcher হিসাবে কাজ করেছেন।
তিনি ২০১২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে উপসচিব হিসাবে যোগদান করেন। তিনি উপসচিব ও যুগ্মসচিব হিসাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ৮ বছর কাজ করেন এবং ২০২০ সালে সদস্য প্রকৌশল হিসাবে BIWTA তে যোগদান করেন।
তিনি যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্বপালন করেছেন। তিনি ২৩/০১/২০২৪ এ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
ড. রহমান দেশে ও বিদেশে প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি BPATC হতে ACAD এবং Senior Staff Course সম্পন্ন করেছেন। তিনি Australian Leadership Award Fellowship এর আওতায় Queensland University of Technology হতে Public Policy ও Financial Management এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। তিনি University of Malaya, Malaysia হতে Project Management এ কোর্স সম্পন্ন করেছেন। University of Macquarie Australia হতে SDG উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি University of Alabama, USA হতে Public Administration এ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ড. রহমান একজন গবেষক ও লেখক। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৮ টি Research Articles প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য Journal গুলো হচ্ছে Elsevier Netherlands, Journal of American Ceramic Society, Journal of Iron making and steel making, UK, Journal of IEB, AIUB Journal of Business and Economics ইত্যাদি।
ড. রহমান অবসরে সাহিত্য চর্চা করেন। তার ৫ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলো হলো আমাকেই ভালোবাসো, কবিতায় বঙ্গবন্ধু, আলো ছড়িয়ে গেছে, বঙ্গবন্ধুর প্রিয় এবং “১৫ আগস্ট আর কাঁদবো না”। তার পেশাগত দুটি বই প্রকাশিত হয়েছে। Tax Anthology এবং Noncompliance of Income Tax Laws: A growing problem in Bangladesh.
তিনি ইউরোপ, আমেরিকা, এশিয়ার বহু দেশ ভ্রমন করেছেন।
ড. রহমান বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। সে তার স্ত্রী রওনক তাহমিনা ২২তম বিসিএস টেলিকম ক্যাডারের একজন সদস্য এবং জেনারেল ম্যানেজার হিসাবে বিটিসিএল এ কর্মরত আছেন। মিসেস রওনক বুয়েট হতে কৃতিত্বের সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে Masters of Public Administration (MPA) ডিগ্রী লাভ করেছেন। তিনি MOPA Fellowship এর আওতায় যুক্তরাজ্যের Coventry University হতে Project Management এ Masters Degree অর্জন করেছেন। মিসেস রওনক Bangladesh University of Professionals (BUP) এ খন্ডকালীন হিসাবে PhD Program এ গবেষণারত আছেন।
Leave a Reply