আলোকস্বল্পতায় খেলা বন্ধ, জিততে ১৪৩ রান প্রয়োজন বাংলাদেশের
-
Update Time :
Monday, September 2, 2024
-
16 Time View
বৃষ্টিতে রাওয়ালপিন্ডি টেস্টর প্রথম দিনই পরিত্যক্ত হয়েছিল। পরে শঙ্কা ছিল বাকি দিনগুলোতেও বাধা হতে পারে বেরসিক বৃষ্টি। মাঝে দুই দিন কোনো ঝামেলা না হলেও আজ ঠিকই সেই শঙ্কা জোরালোভাবে দেখা দিয়েছে।
সঙ্গে যোগ হয়েছে আলোক স্বল্পতা।
দুইয়ের কারণে আপাতত খেলা বন্ধ। চা বিরতির পর এক ওভার শেষেই তাই খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন মাঠের দুই আম্পায়ার। প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের রান ৪২। জয়ের জন্য বাংলাদেশ আরো ১৪৩ রান করতে হবে।
৩১ রান করা জাকির হাসানের সঙ্গে মাঠে আছেন আরেক ওপেনার সাদমান ইসলাম ৯ রানে।বৃষ্টি তেমন শুরু না হলেও আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করার বেশ কিছু সময় আগ থেকে রাওয়ালপিন্ডির আকাশে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই বাধ্য হয়ে আম্পায়াররা ফ্লাইডলাইটের বাতি জ্বালাতে নির্দেশ দেন।
তবে রাওয়ালপিন্ডির বাতি জ্বালিয়েও লাভ হচ্ছে না। কারণ যেকোনো মুর্হূতে বৃষ্টি নামার শঙ্কায় যে পিচ ঢাকার জন্য মাঠে কাভার নামানো হয়েছে।এর আগে হাসান মাহমুদ ও নাহিদ রানার তোপে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। তার ৫ উইকেটের বিপরীতে ৪ উইকেট নিয়েছেন রানা।
বাকি উইকেটটি পেসার তাসকিন আহমেদের। এতে করে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষের ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply